ভালো উইকেট পেয়েও কাজে লাগাতে পারেনি ক্রিকেটাররা : লিপু
রঙিন পোশাকে মান বেড়েছে দেশের ক্রিকেটের। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে এখন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শান্ত-সাকিবরা। হতাশা রয়ে গেছে সাদা পোশাকে। টেস্ট ক্রিকেটে দুই যুগ পার করে এলেও, বাংলাদেশ কেমন যেন খাপছাড়া। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে ঘরের মাঠেই হেরেছে ২-০ ব্যবধানে।
ইদানিং দেশের পিচগুলোর মান বাড়ছে। যেসব উইকেটে খেলা হচ্ছে, সেগুলো স্পোর্টিং করার চেষ্টা থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যেখানে ব্যাটার, বোলার সবাই সুবিধা পাবে। সিলেট ও চট্টগ্রামে এমন স্পোর্টিং উইকেটই বানিয়েছিল বিসিবি। তবু, ক্রিকেটাররা ব্যর্থ হন।
ভালো উইকেটে ক্রিকেটারদের ব্যর্থতায় হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মিরপুরে আজ শুক্রবার (৫ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে জানান, স্পোর্টিং উইকেট করা হয়েছে যাতে দেশের বাইরে গেলে ক্রিকেটাররা ভালো করতে পারে। কিন্তু, ওরা হতাশ করেছে।
প্রধান নির্বাচক বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা আমরা স্পোর্টিং উইকেটে খেলার চেষ্টা করেছি। কারণ, দেশের বাইরেও আমাদের অনেক টেস্ট ম্যাচ খেলতে হবে। তার জন্য নিজেদের সক্ষমতা ও দুর্বলতাকে বিচার করতেই বিসিবি এমন উইকেটের ব্যবস্থা করেছে। আমাদের ক্রিকেটাররা সেটি কাজে লাগাতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। সিলেটের ভুল শুধরে চট্টগ্রামেও তা কাজে লাগাতে পারেনি।’