ঈদের ছুটি শুরু ক্রিকেটারদের

Looks like you've blocked notifications!
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি : বিসিবি

জাতীয় দলের খেলা নেই। ঈদের আগে শেষ হয়েছে ঘরোয়া ক্রিকেটের ব্যাস্ততাও। যার ফলে ক্রিকেটারদের এবারের ঈদ কাটবে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে। এরই মধ্যে অধিকাংশ ক্রিকেটার ফিরছেন আপন নীড়ে। সেখানেই চলছে তাদের ঈদ প্রস্তুতি।

ঈদের পরই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। এর আগে বেশ লম্বা ছুটি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। গত বৃহস্পতিবার বিশ্বকাপকে সামনে রেখে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পরই অনেকে চলে গেছেন গ্রামের বাড়িতে। ওমরাহ করতে সৌদি আরব গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

আর আজ রোববার (৭ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের খেলা শেষ হওয়ায় ছুটিতে গেছেন ঘরোয়া লিগ খেলা ক্রিকেটাররা। ঈদের পর আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে লিগের দশম রাউন্ডের খেলা।

এদিকে জাতীয় দলের আরেক তারকা মুশফিকুর রহিম পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এরইমধ্যে বগুড়ায় গেছেন। সেখানেই চলছে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে তার ব্যাটে-বলে প্রস্তুতি।

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী ২০ এপ্রিল শুরু হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে এই সিরিজটি বাংলাদেশের জন্য প্রস্তুতির বড় সুযোগ। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৩ মে। এরপরই বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন শান্তরা।