জানা গেল বাবরের অধিনায়কত্ব ছাড়ার কারণ

Looks like you've blocked notifications!
বাবর আজমের ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া

ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতায় বাবর আজমকে ছাড়তে হয়েছিল পাকিস্তানের নেতৃত্ব। সেই বাবরই কয়েক মাসের ব্যবধানে ফের দেশটির ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক হলেন। গত সপ্তাহে তাকে অধিনায়ক ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

হঠাৎ করে বাবরের অধিনায়কত্ব ছাড়ার পরও কম কথা হয়নি। এবার একই বিষয় নিয়ে আরও একবার কথা বললেন পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ। পাকিস্তানভিত্তিক ওয়েবসাইক ক্রিকেট পাকিস্তানে আজ রোববার (৭ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন অনুসারে আশরাফ জানান, বাবর চেয়েছিল তিন ফরম্যাটেই অধিনায়ক থাকতে। যেখানে পিসিবি তাকে কেবল লাল বলের (টেস্ট) নেতৃত্বে রাখতে চেয়েছিল।

আশরাফ বলেন, ‘আমি বাবরকে বলেছিলাম লাল বলের দায়িত্বে তুমি থাকো। তবে, সাদা বলে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) আমরা নতুন কাউকে চাচ্ছি। বাবর সেটি মানেনি। সে থাকলে সব ফরম্যাটেই থাকতে চেয়েছিল। তাই আমরা তাকে পরামর্শ দেই, দলের অংশ হয়ে নিজের ব্যাটিংয়ে মনযোগ দিতে।’

বাবরকে অধিনায়ক করায় জায়গা ছেড়ে দিতে হয়েছে শাহিন আফ্রিদিকে। এটি নিয়ে নাখোশ সাবেক পাকিস্তানি অধিনায়ক ও কিংবদন্তি শহীদ আফ্রিদি। বাবরকে পুনরায় অধিনায়ক করাটা পছন্দ হয়নি আফ্রিদির। 

আফ্রিদি বলেছিলেন, ‘কী ভেবে ক্রিকেট বোর্ডে থাকা ঊর্ধ্বতনরা এমন সিদ্ধান্ত নিল জানি না। বাবরের চেয়ে ভালো বিকল্প ছিল দলে। অন্তত মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দেওয়া যেত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত কেন নিয়েছে, তা বোর্ডই ভালো জানে।’