বিসিবি টিভির কাজ কতদূর অগ্রসর হলো, জানালেন পরিচালক

Looks like you've blocked notifications!
তানভীর আহমেদ টিটু। ছবি : এনটিভি  

নিজস্ব টেলিভিশন চ্যানেল খুলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—এই খবর এখন আর অজানা নয়। আলোর মুখ দেখতে যাচ্ছে খবরটি। সব ধরনের খেলা সম্প্রচারের জন্য নিজেদের টেলিভিশন আনছে বোর্ড। যার নাম হবে—বিসিবি টিভি।

টেলিভিশন চালু করার ক্ষেত্রে বিভিন্ন আনুষ্ঠানিক ব্যাপার আছে। তথ্য মন্ত্রলায় থেকে নানাবিধ ছাড়পত্র, টিভির লাইসেন্স নিতে হয়। ইতোমধ্যে বিসিবি সেসব কার্যক্রম শুরু করে দিয়েছে। এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে আজ রোববার (৭ এপ্রিল) কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

এনটিভি অনলাইনকে টিটু বলেন, ‘টেলিভিশন খুলতে লাইসেন্সের ব্যাপার আছে। আরও কিছু কাগজপত্রের বিষয়াদি আছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন হয়েছে। বাকি কাজও দ্রুত শেষ হবে।’

এর আগে গত ৩১ মার্চ বিসিবির এজিএমে বিসিবি টিভি চালুর ঘোষণা দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘বাংলাদেশে সাধারণত দুটি টিভি আমাদের খেলাগুলো দেখায়। এখন তারা যে সমস্ত খেলা দেখাবে না সেগুলো আমরা দেখাব নিজেদের টিভিতে। এখন আমরা চেষ্টা করব, মূল দলের খেলার পাশাপাশি বাকি খেলাগুলো দেখানোর। আমরা চাই ঘরোয়া ক্রিকেট টিভিতে দেখাতে। এটা যদি টিভিতে দেখানো হয় তাহলে ঘরোয়া ক্রিকেটের মান বাড়বে। আমরা সম্ভাব্য সব খেলাই দেখাতে চাচ্ছি।’