রোনালদোর আচরণে মুগ্ধ আর্জেন্টাইন ফুটবলার

Looks like you've blocked notifications!
মাতিয়াস সুলে (বামে) ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : জুভেন্তাস ও এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদোর নামের সঙ্গে জুড়ে গেছে অনেক বিশেষণ। অহংকারী, গম্ভীর, স্বার্থপর—আরও কত কী! মাঠের রোনালদো অবশ্য সবিকছুর ঊর্ধ্বে। তাকে ভালো না বেসে উপায় নেই। দুনিয়াজোড়া তার ভক্তেরও অভাব নেই। রোনালদোর প্রতি মুগ্ধতার কথা প্রায়ই জানান তার সাবেক ও বর্তমান সতীর্থরা।

বিশেষত, তরুণ ও উঠতি ফুটবলাদের অনেকের আদর্শ রোনালদো। ঠিক আদর্শ না হলেও রোনালদোর আচরণে কতটা মুগ্ধ হয়েছিলেন, সম্প্রতি সেটি জানালেন আর্জেন্টিনার এক তরুণ ফুটবলার।

মাতিয়াস সুলে—নামটি আপনার কাছে অপরিচিত ঠেকতেই পারে। ২০ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে চেনার খুব একটা কারণও নেই। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা সুলে বর্তমানে ধারে খেলছেন ইতালির ক্লাব ফ্রোসিনান ক্যালসিওতে। এর আগে খেলেছেন জুভেন্তাসের হয়ে। সেখানে রোনালদো ছিলেন সুলের সতীর্থ।

রোনালদোকে দেখতেন আর মুগ্ধ হতেন সুলে। তবে, কখনও নিজে থেকে এগিয়ে কথা বলার সাহস করতে পারেননি। বিষয়টি লক্ষ্য করেন সিআরসেভেন। নিজেই এগিয়ে আসেন কথা বলতে।

সম্প্রতি ইএসপিএন ফ্যানসের একটি ভিডিওতে সেই সময়ের কথা বলেন সুলে। ইএসপিএনের বরাত দিয়ে গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন মতে সুলে বলেন, ‘রোনালদো জিনিয়াস। খেলোয়াড় হিসেবে যেমন, মানুষ হিসেবেও তিনি দুর্দান্ত। জুভেন্তাসে থাকতে আমি তার সঙ্গে কথা বলতে চাইতাম, পারতাম না। তিনি সেটি লক্ষ্য করেছিলেন। একদিন সবাই মিলে খেতে বসি। তখন রোনালদো আমার পাশে বসেন। সবাই চলে যাওয়ার পর আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করেন তিনি।’