হেরেও র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন জাকির-মিরাজরা

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

শ্রীলঙ্কার কাছে হারের ক্ষতটা এখনও তরতাজা। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই লঙ্কানদের কাছে লজ্জার হার দেখতে হয়েছে বাংলাদেশকে। তবে হারের পরও আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন মুমিনুল হক, জাকির হোসেন, হাসান মাহমুদ ও মেহেদী মিরাজরা।

আজ বুধবার (১০ এপ্রিল) টেস্ট র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ করেছে আইসিসি। যেখানে কিছুটা উন্নতি করেছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। গত বুধবার শেষ হওয়া ওই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৪ ও দ্বিতীয় ইনিংসে ১৯ রান করেন জাকির। ফলে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৭৫তম স্থানে উঠে আসেন জাকির।

অন্যদিকে ওই টেস্টে প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে ৫০ রান করে চার ধাপ এগিয়েছেন মুমিনুল। তিনি আছেন ৪৬তম অবস্থানে।

ম্যাচটিতে বাংলাদেশের হয়ে দারুণ লড়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৭ রানে আউট হলেও পরের ইনিংসে ৮১ রানে অপরাজিত তিনি। যার ফলে তার উন্নতির গ্রাফটাও বেশি। তিনি এগিয়েছেন ১১ ধাপ। বর্তমানে তিনি আছেন ৮৮তম নম্বরে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে আছেন কেন উইলিয়ামসন। তার চেয়ে ৩৫ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে জো রুট। তিনে আছেন বাবর আজম।

অন্যদিকে অভিষেকে ম্যাচেই বল হাতে ভালো করে র‍্যাঙ্কিংয়ের ১০০ তে ঢুকেছেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯৫তম ঢুকেছেন তিনি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি রবিচন্দ্রন অশ্বিন। ৮৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে জশ হেইজেলউড। তিনে আছেন জাসপ্রিত বুমরাহ।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিন্দ্র জাদেজা। দুইয়ে আছেন অশ্বিন। আগের মতোই তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।