ফিনিশার নাসির—এখন শুধুই আক্ষেপের নাম!

Looks like you've blocked notifications!
নাসির হোসেন। ছবি বিসিবি

মিস্টার ফিনিশার—আট শব্দের এই বাক্যটি শুনলেই মাথায় আসে একজনের নাম। বাংলাদেশ ক্রিকেটে যার পরিচয়টা মিস্টার ফিনিশার হিসেবেই ছিল। সেই নামটি নাসির হোসেনের। অভিষেকের পর যেই ৬৯ নম্বর জার্সিটা মাঠে নামলে ভেসে উঠতো একজন ফিনিশারের মুখ সে জার্সিই এখন এক রাশ আক্ষেপের নাম।

দুর্দান্ত অ্যাক্রোব্যাটিক ফিল্ডিং এবং ব্যাট হাতে চাপের মুখে জ্বলে ওঠা—সবকিছু মিলিয়ে নাসিরই তাকে নিয়ে স্বপ্ন দেখাতে বাধ্য করেছিলেন। এমনকি পার্টটাইম বলার হিসেবেও নজর কেড়েছিলেন ক্রিকেট ভক্তদের। বলা চলে একজন প্যাকেজ ক্রিকেটার হিসেবে তিনি ছিলেন প্রসিদ্ধ। আর বাংলাদেশ দলে একজন ফিনিশারের অভাব তো একেবারে শুরু থেকেই। সে জায়গাটায় বেশ ভালোভাবেই দখল করে ফেলেছিলেন রংপুরের এই ক্রিকেটার।

কিন্তু এই ‘মিস্টার ফিনিশার’ এই তকমাটার মাহাত্ম্য যে ঠিক কতটা তা হয়ত আন্দাজ করতে পারেননি নাসির। তাইতো পারলেন না নিজের জায়গাটা ধরে রাখতে। নিজের উশৃঙ্খল জীবনযাপন আর পরিশ্রম না করার মানসিকতা তাঁকে আলাদা করেছে ক্রিকেটের বৃত্ত থেকে। বাংলাদেশ ক্রিকেটও হারিয়েছে একজন যোগ্য ফিনিশারকে।

বর্তমানে জাতীয় দল থেকে তিনি রয়েছেন যোজন-যোজন দূরে। থাকাটাও বেশ স্বাভাবিক। তিনি যে রানে নেই। পরিশ্রম করার মানসিকতার অভাব তাঁর ধারাবাহিক রান করার অপ্রতুলতাকে বাড়িয়ে দিয়েছেন বহুগুণে। তাই তো তিনি পরিণত হয়েছেন আক্ষেপে।

২০১১ সালে ওয়ানডে দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জার্সি গায়ে জড়ান নাসির। জিম্বাবুয়ের বিপক্ষে সেই অভিষেক ম্যাচেই দলের চাপের মুখে ৮ নম্বরে ব্যাট করতে নেমে উপহার দেন ৬৩ রানের ঝলমলে ইনিংস। সেই ম্যাচেই জানান দেন ফিনিশিংয়ে তিনি হতে পারেন দলের যোগ্য একজন।

এরপর আর পেছনে তাকাতে হয়নি। ওই বছরই অক্টোবরে হয়ে যায় টি-টোয়েন্টি অভিষেক। পরেন টেস্ট ক্যাপও। ব্যাট-বলের পাশাপাশি রীতিমতো ফিল্ডিং দিয়ে নজর কাড়তে থাকেন নাসির। দ্রুতই হয়ে ওঠেন তারকা ক্রিকেটার।

কিন্তু সময়ের পরিক্রমায় সবই এখন অতীত। যেই নাসিরকে নিয়ে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের হাজার ক্রিকেটপ্রেমীরা সেই নাসিরই এখন চোখের বিষ। শুধু ভক্ত নয়, বিসিরি সিলেকশন প্যানেলের পছন্দের সীমানার ধারেকাছেও নেই তিনি।

একের পর এক বিতর্কিত কাণ্ড। পারিবারিক জীবন নিয়ে বিতর্ক। প্রত্যাশার চাপ সামলাতে না পারা থেকে শুরু করে জাতীয় দলের জার্সির ভার সইতে না পারা নাসির এখন বহুদূরে। কিন্তু তার শুরুর দিকে উত্থানের কথা মাথা আসলে শুধু আক্ষেপই ঝড়ে ভক্তদের মনে। মনের অজান্তেই প্রশ্ন চলে আসে—কোথায় হারিয়ে গেলেন বাংলাদেশের মিস্টার ফিনিশার?