সেমিতে বার্সা না কি পিএসজির প্রত্যাবর্তন?

Looks like you've blocked notifications!
বার্সা-পিএসজি প্রথম লেগের দৃশ্য। ছবি : এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে নামছে বার্সেলোনা ও পিএসজি। দ্বিতীয় লিগের ম্যাচে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাত ১টায় পরস্পর মুখোমুখি হবে দল দুটি। প্রথম লেগে পিএসজির মাঠ থেকে ৩-২ গোলে জিতে এসেছে বার্সা। ঘরের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিজে আজ ড্র করলেও সেমি ফাইনাল নিশ্চিত হবে কাতালানদের।

শেষ আটের দ্বিতীয় লেগে বার্সার সামনে সমীকরণ সহজ। হার এড়াও, সেমিতে ওঠো। পিএসজিকে আটকাতে পারলে সর্বশেষ পাঁচ মৌসুমের মধ্যে প্রথমবার শেষ চারে ওঠার স্বাদ পাবে কাতালানরা। লা লিগায় সর্বশেষ ম্যাচে কাদিজের বিপক্ষে জয়ে প্রস্তুতিও সেরেছে জাভির শিষ্যরা।

অন্যদিকে, পিএসজির সামনে জয়ের বিকল্প নেই। প্রথম লেগে ঘরের মাঠে হার তাদের পিছিয়ে রেখেছে। তবে, কিলিয়ান এমবাপ্পে আছেন ছন্দে। তিনি ছন্দে থাকলে যে কোনো সময় গোছাতে পারেন ব্যবধান। তার দিকেই আজ তাকিয়ে থাকবে প্যারিসিয়ানরা।

বার্সা ফুটবলার পেদ্রির মতে, ভক্তদের জন্যে হলেও তারা জিততে চান। দীর্ঘদিন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঠছে না তাদের হাতে। এবার সুযোগ আছে, সেটি কাজে লাগোতে চায় দলটি।

এদিন দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড ও অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল অ্যাথলেটিকো। সিগনাল ইদুনা পার্কে আজ দিনগত রাত ১টায় ডর্টমুন্ডের লক্ষ্য থাকবে ব্যবধান ঘুচিয়ে ম্যাচ নিজেদের করে নেওয়া।