পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে উন্মুখ এমবাপ্পে

Looks like you've blocked notifications!
এমবাপ্পের কাছেই হেরেছে বার্সেলোনা। ছবি : এএফপি

অসাধারণ এক প্রত্যাবর্তনে বার্সেলোনাকে হারানোর গল্প লিখেছে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগে বার্সাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। নিয়েছেন প্রথম লেগে ঘরের মাঠে ৩-২ গোলে হারের মধুর প্রতিশোধ।

সেমি-ফাইনালে উঠে গেছে দল। শেষ চারের দুই লেগ পার হতে পারলে ফাইনাল। সেটি জিততে পারলেই শিরোপা ফরাসি জায়ান্টদের। তারার হাট বসিয়েও যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরা পিএসজির। এবার অবশ্য এমবাপ্পে জানালেন, দলকে শিরোপা জেতাতে উন্মুখ তিনি।

ইএসপিএনে আজ বুধবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদন মতে এমবাপ্পে বলেন, ‘পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোটা হবে আমার জন্য গর্বের বিষয়। আমরা অনেক চমৎকার একটি দলকে (বার্সেলোনা) হারিয়েছি। এবার আমি এই শিরোপাটা জিততে চাই। দলকে উপহার দিতে চাই ইউরোপের শ্রেষ্ঠত্ব। এটি করতে পারলে ভীষণ খুশি হব।’

চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর গুঞ্জনটা বেশ জোরালো। এমবাপ্পে যদিও কিছু বলেননি এ ব্যাপারে। কেবল জানিয়েছেন, প্যারিসে প্রথমদিন থেকেই তিনি বেশ ভালো আছেন।

মাদ্রিদ প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘প্যারিসে আমি ভালো আছি। প্যারিসিয়ান হিসেবে নিজেকে নিয়ে গর্ব হয়। প্রথম দিন থেকে আজ পর্যন্ত এখানে যথেষ্ট সুখে আছি। এর মধ্যে অনেক কিছুই হয়েছে, উত্থান-পতন জীবনেরই অংশ।’