আর্সেনালকে হতাশায় ডুবিয়ে সেমিতে বায়ার্ন

Looks like you've blocked notifications!
বায়ার্ন বনাম আর্সেনাল ম্যাচ। ছবি : এএফপি

সবশেষ ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিতে খেলেছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। ১৪ বছর পর ফের ক্লাবটির সামনে সুযোগ ছিল শেষ চারে খেলার। তবে, সেই আশা আর পূরণ হলো না গানারদের। আর্সেনালের আক্ষেপ বাড়িয়ে সেমি নিশ্চিত করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

গতকাল বুধবার (১৭ এপ্রিল) দিনগত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন। এর আগে, এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে ৩-২ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট কেটেছে বাভারিয়ানরা।

ম্যাচ হারলেও শুরুটা মন্দ হয়নি আর্সেনালের। রক্ষণ সামলে আক্রমণে যায় দলটি। তবে, কিছুতেই পাচ্ছিল না কাঙ্খিত সেই গোলের দেখা। ম্যাচের ২৩ মিনিটে বায়ার্নের দারুণ একটি আক্রমণ রুখে দেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। এর এক মিনিট পর বায়ার্নের জামাল মুসায়লার আরও একটি শট থেকে আর্সেনালের জালকে অক্ষত রাখেন রায়া।

এরপর ম্যাচের ৩২তম মিনিটে গোল করার সবচেয়ে ভালো সুযোগ আসে আর্সেনালের। তবে গাব্রিয়েল মার্টিনেলির সেই শটটি ফিরিয়ে দেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। প্রথমার্ধে কেউই কাউকে একবিন্দু ছাড় দেয়নি। যার ফলে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জয়সূচক গোলটি পায় বায়ার্ন। ম্যাচের ৬৩তম মিনিটে গুরেইরার বাড়ানো বলে দারুণ হেডে আর্সেনালের জালে বল জড়ান জসুয়া কিমিচ। এরপর ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করে আর্সেনাল। তাতেও গোলের দেখা পায়নি দলটি। শেষমেশ ১-০ গোলের হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইংলিশ ক্লাবটিকে।