জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন যারা

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনে ক্রিকেটাররা। ছবি : বিসিবি

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ঘোষিত হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি পর্বের স্কোয়াড। ১৭ জন ক্রিকেটারকে নিয়ে চট্টগ্রামে তিনব্যাপী অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। আগামী ২৬ এপ্রিল শুরু হবে অনুশীলন। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।

খুব একটা চমক রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচকরা চেনা দলটাকেই রেখেছেন প্রস্তুতি পর্বে। তবে, একেবারেই চমক নেই তা নয়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ খেলা পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছেন এই স্কোয়াডে। আছেন সাইফ উদ্দিন, তানভীর ইসলাম। সাকিব আল হাসান দেশে ফিরলেও ক্যাম্পে থাকছেন না। 

এর আগে বেশ ভিন্ন কায়দায় এবারের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে শান্ত-শরিফুলদের প্রস্তুতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেদিন সকালে ক্রিকেটারদের দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়। ২০, ৪০ ও ১৬০০ মিটার স্প্রিন্টে অংশ নেন ক্রিকেটাররা।

প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, শেখ মেহেদি, সাইফউদ্দিন, সৌম্য সরকার, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।