শেষ ওভারের রোমাঞ্চে গুজরাটকে হারাল দিল্লি

Looks like you've blocked notifications!
গুজরাট-দিল্লি ম্যাচ। ছবি :এএফপি

ব্যাটিংয়ে রীতিমতো ঝড়ই তুলেছিল দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে শেষ ওভারে ৩১ রান তোলে তারা। শেষ তিন ওভারে দলটির সংগ্রহ ৬৭ রান। তাতে ভর দিয়ে বিশাল সংগ্রহ গড়ে। সেটিই শাপেবর হয় তাদের জন্য। সেই লক্ষ্যে ছুটেছে ঠিকই, তবে জিততে পারেনি গুজরাট টাইটান্স। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে বুধবার (২৪ এপ্রিল) শেষ ওভারের থ্রিলে গুজরাটকে চার রানে হারিয়েছে দিল্লি। 

ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ২২৪ রান। জবাবে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২২০ রানে থামে গুজরাট।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় গুজরাট। ১৩ রানে হারায় অধিনায়ক শুভমান গিলকে। মাত্র ছয় রান করে এনরিখ নরকিয়ার বলে সাজঘরে ফেরেন তিনি। অপর ওপেনার ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৯ রান। তাকে ফেরান কুলদীপ যাদব। দুই ওপেনার ফিরে গেলে রানের চাকা সচল রাখেন ইম্প্যাক্ট প্লেয়ার সাই সুদর্শন। ৩৯ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নেন সুদর্শন। তবে রাসিখ সালামে শিকার হয়ে বিদায় নিতে হয় তাকে। 

শেষ তিন ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ৪৯ রান। ২১ বলে ততক্ষণে অর্ধশতক তুলে নেওয়া ডেভিড মিলার ক্রিজে। স্বপ্ন দেখছিল সমর্থকরা। কিন্তু তাতে গুঁড়েবালি হয় মুকেশ কুমারের বলে মিলার আউট হলে। আউট হওয়ার আগে ২৩ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস ইনিংস খেলেন তিনি। মিলারের আউটে স্বপ্ন ভাঙে গুজরাটের, পাওয়া হয়নি জয়ের দেখা। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান প্রয়োজন ছিল। রশিদ খান চেষ্টা করেছিলেন, ১৪ রানের বেশি নিতে পারেননি, বিফলে গেল ১১ বলে তার অপরাজিত ১১ রান। জয় থেকে মাত্র চার রানে থামতে হয়েছে গুজরাটকে।

দিল্লির হয়ে রাসিখ তিনটি এবং কুলদীপ দুই উইকেট নেন  ।

এর আগে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ওপেনিংটা ভালোই হয়েছে দিল্লির। দুই ওপেনার পৃথ্বি শ ও ফ্রেসার ম্যাকগার্ক মিলে স্কোরবোর্ডে জমা করেন ২০ বলে ৩৫ রান। ১৪ বলে ২৩ রান করে সন্দ্বীপ ওয়ারিয়রের শিকারে পরিণত হন ম্যাকগার্ক। অপর ওপেনার পৃথ্বিকেও ফেরান সন্দ্বীপ। সাত বলে ১১ করেন পৃথ্বি। 

ওয়ানডাউনে নামেন অক্ষর প্যাটেল। পদোন্নতি পেয়ে এই স্পিনার দেখান ব্যাটিং ঝলক। ৪৩ বলে ৬৬ রানের ঝলমলে ইনিংস খেলেন অক্ষর। পাঁচটি চার ও চারটি ছক্কায় সাজানো ইনিংসটি থামে নূর আহমেদের বলে। পরের গল্পটা দিল্লি অধিনায়ক ঋষভ পন্তের। দুরন্ত এক ইনিংসে নেতৃত্ব দেন সামনে থেকে। ৪৩ বলে পাঁচটি চার ও আটটি ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন পন্ত। শেষ ওভারে চারটি ছক্কা ও এক চারে ২৮ রান তোলেন পন্ত, মোট আসে ৩১ রান। তার সঙ্গে ঝড় তোলেন ত্রিস্তান স্টাবস। সাত বলে ২৬ রানের ক্যামিওতে অপরাজিত থাকেন তিনিও। পন্ত ও স্টাবসের জুটিতে আসে ১৯ বলে অবিচ্ছিন্ন ৬৭ রান। 

গুজরাটের পক্ষে তিন ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন সন্দ্বীপ, নূর পান একটি। চার ওভারে কোনো উইকেট না পেয়ে ৭৩ রান দেন মোহিত শর্মা।