হায়দরাবাদের বিপক্ষে আরসিবির চ্যালেঞ্জিং সংগ্রহ
সানরাইজার্স হায়দরাবাদ আগে ব্যাট করা মানে ঝড় তোলা, চলতি আসরে এমনটিই হয়ে আসছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে আসরে প্রথম দেখায় ২৮৭ রান তুলেছিল হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ। দিনের একমাত্র ম্যাচে তাই আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) হায়দরাবাদের মুখোমুখি হয়ে টস জিতে ব্যাটিং বেছে নেয় আরসিবি। হায়দরাবাদের রাজিব গান্দী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৬ রান করে আরসিবি।
ওপেনিংয়ে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি মিলে ভালো রান জমা করেন। এই জুটিতে ২৩ বলে ৪৮ রান আসে। ১২ বলে ২৫ রান করে নটরাজের বলে আউট হন ডু প্লেসিস। ওয়ানডাউনে নামা উইল জ্যাকস ভালো করতে পারেননি। ছয় রান করে বোল্ড হন মায়াঙ্ক মারকান্দের বলে।
এরপর ক্রিজে ঝড় তোলেন রজত পাতিদার। জয়দেব উনাদকাতের শিকারে পরিণত হওয়ার আগে ২০ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন রজত। ২৫০ স্ট্রাইক রেটে তার ইনিংসটি সাজানো ছিল দুটি চার ও পাঁচটি ছক্কায়। রজত ফিরে গেলেও একপ্রান্তে অটল ছিলেন বিরাট কোহলি। ধীরগতির হলেও ফিফটি তুলে নেন তিনি। ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলে উনাদকাতের বলে বিদায় নেন কোহলি।
কোহলি ফিরে গেলে দলকে টেনে নেওয়া দায়িত্ব নেন ক্যামেরন গ্রিন। তার ব্যাট থেকে আসে ২০ বলে অপরাজিত ৩৭ রান।
হায়দরাবাদের পক্ষে তিন উইকেট পান উনাদকাত। নটরাজ নেন দুই উইকেট।