অশ্বিনের অনুরোধ—দয়া করে বোলারদের কেউ বাঁচান

Looks like you've blocked notifications!
ছবি : পিটিআই

এবারের আইপিএলে ক্রমেই বাড়ছে ব্যাটারদের আধিপত্য। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে—যত বড় সংগ্রহই হোক, সেটি যে একদমই নিরাপদ নয়! শুক্রবার কলকাতা ও পাঞ্জাবের ম্যাচ দেখে তো চোখ কপালে ওঠার অবস্থা। আগে ব্যাট করে ২৬১ রান করেও জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স।

তা ছাড়া প্রতি ম্যাচেই রানের ছড়াছড়ি। টি-টোয়েন্টিতে কাল সর্বোচ্চ ২৬১ রান তাড়ার কীর্তি গড়ল পাঞ্জাব কিংস। অবশ্য এটা প্রথম নয়, এর আগেও ছয়বার আড়াইশর গণ্ডি পেরিয়েছে বেশকটি দল। কালকের ম্যাচসহ এই নিয়ে আইপিএলে দলীয় ২০০ পার হলো ২৪ বার।

ব্যাটারদের সামনে চরম অসহায় বোলাররা। এমন পরিস্থিতিতে দেখে বোলারদের বাঁচানোর আর্জি জানালেন রবিচন্দ্রন অশ্বিন। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) একটি পোস্ট করে বোলারদের দিকে নজর দেওয়ার অনুরোধ করেছেন অশ্বিন।

শুক্রবারের ম্যাচের পর অশ্বিন লেখেন, ‘দয়া করে বোলারদের কেউ বাঁচান।’

এরপরে আর একটি পোস্টে তিনি লেখেন, ‘২৬০-এর উপর রান তাড়া করতে নেমে শেষ দু’ওভারে ৯ রান চাই! এটা হজম করতে সময় লাগবে।’

অশ্বিন বিশ্বাসই করতে পারছেন না যে পঞ্জাব এত রান তাড়া করে জিতে গিয়েছে। অশ্বিনের পোস্টে সমর্থন জানিয়ে একটি মিম পোস্ট করেছেন যুজবেন্দ্র চহাল।