টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
সিরিজ হার নিশ্চিত হয়েছে আগেই। প্রথম তিন টি-টোয়েন্টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। ভারতীয় নারীদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি আছে দুই ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে আজ সোমবার (৬ মে) মাঠে নেমেছে দুদল। টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বৃষ্টিস্নাত আবহাওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। ৪টায় খেলা শুরুর কথা থাকলেও টস হয়েছে ৪টা ১০ মিনিটে। এমন ম্যাচে টস জিতে বোলিং নেওয়ার কারণ জানালেন জ্যোতি। জ্যোতি বলেন, ‘আগের দুই ম্যাচে আমরা আগে ব্যাট করেছি, কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিছু করতে পারিনি। আবহাওয়ার কারণে মনে হলো আগে বোলিং করাটা ভালো। আজ জয়ের প্রত্যাশা করছি। যদি মাঠের পরিবেশ কাজে লাগাতে পারে বোলাররা এবং ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলে, তাহলে কিছু হতে পারে। আমরা আমদের ভুলগুলো নিয়ে কাজ করেছি।’
ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন, ‘টস জিতলে আমরাও হয়তো ব্যাটিংই নিতাম। সিরিজ জিতেছি, এখন লক্ষ্য সামনের দুটি ম্যাচ জেতা। আমাদের মেয়েরা দারুণ খেলছে। ধারাবাহিকতা ধরে রেখেছে।’