৭০০ উইকেটের মালিক অ্যান্ডারসনের অবসরের ঘোষণা
ইতিহাসের তৃতীয় বোলার ও বিশ্বের একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৮৭ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন বিদায় জানিয়ে দিলেন টেস্টকে। এত বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই ইংলিশ তারকা। বিদায়ের ঘোষণা দিয়ে অ্যান্ডারসন জানিয়েদিলেন—চলতি গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্টে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন ইংলিশ তারকা।
আজ শনিবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজের বিদায়ের ঘোষণা দিয়েছেন অ্যান্ডারসন। বিদায়ী বার্তায় তিনি বলেছেন, ‘আমার দেশের প্রতিনিধিত্ব করার, ছোটবেলা থেকেই যে খেলা পছন্দ করতাম সেটার সঙ্গে অবিশ্বাস্য ২০টা বছর পার করে ফেলেছি আমি। আমি ইংল্যান্ডের জার্সিতে হেঁটে যাওয়া খুব বেশি মিস করব। কিন্তু আমি জানি, এখনই নিজের সরে যাওয়ার এবং আমার মতো যারা একই স্বপ্ন দেখেছে তাদের এই জায়গা বুঝতে সুযোগ করে দেয়ার সেরা সময়।’
বিবৃতিতে পরিবারকেও ধন্যবাদও জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। তিনি বলেছেন, ‘ড্যানিয়েলা, লোলা, রুবি এবং আমার বাবা-মায়ের ভালোবাসা এবং সাহায্য ছাড়া আমি এতটা দূর আসতে পারতাম না। তাদেরকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সেসব খেলোয়াড় এবং কোচকে যারা এই খেলাকে বিশ্বের সেরা কাজে পরিণত করেছে। সামনে থাকা নতুন চ্যালেঞ্জগুলির জন্য আমি উত্তেজিত, সেইসাথে আরও বেশি গল্ফ দিয়ে আমার দিনগুলি পার করতে আগ্রহী।’
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্টে মাঠে নেমেছেন অ্যান্ডারসন। ১৮৮ তম টেস্ট খেলে থামতে যাচ্ছেন তিনি। তবে, ১৮৭টিতে এরই মধ্যে তিনি সংগ্রহ করেছেন ৭০০টি উইকেট। যা বিশ্বের প্রথম ও একমাত্র পেসার হিসেবে মাইলফলক। টেস্টের এক ইনিংসে ৫ উইকেট তিনি নিয়েছেন ৩২ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মোট ৩ বার। এক ইনিংসে সেরা বোলিং ফিগার ৪২ রানে ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে এক ম্যাচে সেরা বোলিং ৭১ রানে ১১ উইকেট। ব্যাট হাতে টেস্টে ১৩৫৩ রান সংগ্রহ করেছেন অ্যান্ডারসন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮১ রানের।
এ ছাড়া ওয়ানডেতে ১৯৪টি ম্যাচ খেলে ২৬৯টি উইকেট নিয়েছেন এই ইংলিশ তারকা। সেরা বোলিং ফিগার ২৩ রানে ৫ উইকেট। টি-টোয়েন্টি বেশি খেলেননি। সীমিত ওভারের সংস্করণে খেলেছেন ১৯টি ম্যাচ। উইকেট পেয়েছেন ১৮টি।