তিন তারকাকে বাদ দিয়ে কোপার দল ঘোষণা মেক্সিকোর
যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো। দেশের মাঠে বিশ্ব আসরের জন্য শক্তিশালী দল গড়তে চান কোচ খাইমে লোসানো। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আসন্ন কোপা আমেরিকায় অভিজ্ঞ নয় তরুণ ফুটবলারদের নিয়ে দল গড়েছেন এই কোচ।
কোপা আমেরিকার জন্য ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেন মেক্সিকোর কোচ খাইমে লোসানো। অনূর্ধ্ব-২৩ দল থেকে রাখা হয়েছে ১০ জন ফুটবলারকে। টুর্নামেন্ট শুরুর আগে এই স্কোয়াড থেকেই চূড়ান্ত দল বেছে নেবেন কোচ লোসানো।
আর ঘোষিত এই দলে জায়গা হয়নি পাঁচ বিশ্বকাপ খেলা গোলরক্ষক ওচোয়ার। এছাড়াও জায়গা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ ও হারভিং লোজানোরও। সবমিলিয়ে দল গঠনে বেশ কঠিন সিদ্ধান্ত নিয়েই কোপায় অংশ নিতে যাচ্ছে মেক্সিকো।
২০০৫ সালে মেক্সিকোর হয়ে অভিষেক ওচোয়ার। ২০০৬ বিশ্বকাপে গিয়েছিলেন তিনি দলের তৃতীয় পছন্দের গোলকিপার হিসেবে। সেখান থেকে দ্রুতই হয়ে ওঠেন প্রথম পছন্দ। এরপর মেক্সিকোর ফুটবলে অনেক পালাবদল ও প্রজন্মের পরিবর্তন হলেও তিনি রয়ে যান আপন রূপে। মেক্সিকোর হয়ে ১৫১ ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী এই গোলক্ষক।
তারকা ফুটবলারদের বাদ দেওয়া প্রসঙ্গে লোসানো বলেন, ‘দলে যারা জায়গা পায়নি, সবার সঙ্গে কথা বলেছি আমরা। কারা নিজেদের মেলে ধরতে পারে, তা পরখ করার আদর্শ টুর্নামেন্ট হতে পারে কোপা আমেরিকা। দেশের মাঠে বিশ্বকাপে যদি দলের সর্বোচ্চ ভালো অবস্থায় এবং সেরা পারফরম্যান্স দেখতে চাই, তাহলে সামনের এই বড় চ্যালেঞ্জের দাবি মেটানোর মতো কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হবে।’
কোপা আমেরিকায় এবার ‘বি’ গ্রুপে ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকার বিপক্ষে খেলবে মেক্সিকো। এর আগে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী ৩১ মে বলিভিয়ার বিপক্ষে, ৫ জুন উরুগুয়ের বিপক্ষে ও ৮ জুন ব্রাজিলের বিপক্ষে।
মেক্সিকোর কোপা আমেরিকা স্কোয়াড:
গোলরক্ষক: লুইস মালাগন, হুলিও গঞ্জালেস, রাউল র্যানগেল।
ডিফেন্ডার: হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস।
মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, জর্ডান কারিল্লো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, রবার্তো আলভারদো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ।
ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, গিলের্মো মার্তিনেজ, সান্তিয়াগো হিমিনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।