এসএসসিতে ছেলের সাফল্যে উচ্ছ্বসিত কোচ সালাউদ্দিন
দেশের ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একাডেমি, বিপিএল, ডিপিএলে নিয়মিত কোচিং করানো সালাউদ্দিন দেশের ক্রিকেটার গড়ার কারিগর। তারই ঘরে জন্মেছে ক্রিকেটের বিরল এক প্রতিভা বাঁ-হাতি লেগ স্পিনার। যেটাকে চায়নাম্যানও বলা হয়। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাতেও বেশ এগিয়ে সালাউদ্দিনপুত্র সানদিদ।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়েছেন এই উদীয়মান ক্রিকেটার। আজ রোববার (১২ মে) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ছেলের জিপিএ-৫ পাওয়ার খবরটি নিশ্চিত করেন বাবা সালাউদ্দিন। ক্যাপশনে লেখেন, ‘সাবাশ ব্যাটা, এখন বাসায় শান্তিতে থাকতে পারব।’
গত মাসে লিস্ট ‘এ’ ক্রিকেটে সানদিদের অভিষেক হয়েছে। ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৭ বছর বয়সী বাঁহাতি চায়নাম্যান স্পিনার দুটি উইকেটও নিয়েছেন। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সেই ম্যাচ শুরুর আগে বাবাই ছেলেকে ক্যাপ পড়িয়ে দেন।
এমনিতেই বাংলাদেশে বৈচিত্রময় বোলারের খুব অভাব। চায়নাম্যান নেই বললেই চলে। সেদিক থেকে খানিকটা স্বস্তির প্রলেপই দিলেন সানদিদ। দেশের ক্রিকেটেও তিনি এমন স্বস্তির প্রলেপ দিতে পারবেন কি না – সেটা সময়ই বলে দেবে। কে জানে, তিনিই হয়তো একদিন পারবেন বাংলাদেশের চায়নাম্যানের আক্ষেপ ঘুচিয়ে দিতে।