লজ্জার রেকর্ড গড়লেন বিশ্বকাপজয়ী মার্টিনেজ
কাতারে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান অবশ্যই লিওনেল মেসির। মেসি যদি সেই জয়ের অবিসংবাদী নায়ক হয়ে থাকেন, পার্শ্বনায়কদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল কে, তা নিয়েও বলতে গেলে কোনো বিতর্ক নেই। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেই বিশ্বজয়ী গোলরক্ষকের নামের সঙ্গে এবার এমন এক রেকর্ড জড়িয়ে গেলো, যা কিনা ভুলেই যেতে চাইবেন তিনি।
জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও গোলপোস্টের নিচে দুর্দান্ত সময় পার করছেন মার্টিনেজ। প্রিমিয়ার লিগে এখনও শীর্ষ চারে অবস্থান করছে তার ক্লাব অ্যাস্টন ভিলা। তবে ইপিএলে অনাকাঙ্খিত এক রেকর্ড গড়লেন এই বিশ্বজয়ী গোলরক্ষক। গত সোমবার (১৩ মে) দিনগত রাতে ভিলা পার্কে লিভারপুলের সঙ্গে ম্যাচে আত্মঘাতী গোল করেছেন তিনি।
এমি মার্টিনেজের ভুলে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় অ্যাস্টন ভিলা। খেলার দুই মিনিটের সময় মোহাম্মদ সালাহর পাস ধরে ডান প্রান্ত থেকে ক্রস করেন লিভারপুল উইঙ্গার হার্ভি এলিয়ট। বলটি অ্যাস্টন ভিলা গোলকিপার মার্টিনেজের সোজাসুজি গেলেও হাতে রাখতে পারেননি। বল পড়ে যাওয়ার পর ঠেকাতে যান মার্টিনেজ। তবে তার ডান হাতের টোকায় জালে জড়ায় বল। এটি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে মার্টিনেজের তৃতীয় আত্মঘাতী গোল। যার মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে সর্বোচ্চ সংখ্যক আত্মঘাতী গোলের রেকর্ড করলেন তিনি। একই সঙ্গে ২০১৪ সালের পর সবচেয়ে কম সময়ে আত্মঘাতী গোলের রেকর্ডও এটি।
ডুরানের গোলে শেষরক্ষা হলেও মার্টিনেজের আত্মঘাতী গোল নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। তবে একজন বিশ্বমানের গোলরক্ষক হিসেবে আত্মঘাতী গোল আর এমন অপ্রত্যাশিত রেকর্ডের ভাগীদার নিশ্চয়ই হতে চাইবেন না কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লোব বিজয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষক।