কোপা আমেরিকার মূল দলে কোন চমক রাখল আর্জেন্টিনা?
আর দুদিনের অপেক্ষা। তারপরই শুরু হবে কোপা আমেরিকা। আগামী ২১ জুন থেকে শুরু হবে লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথম ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে ২৬ সদস্যের দল চূড়ান্ত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
কোপা আমেরিকাকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে ১-০ এবং গুয়াতেমালার সঙ্গে ৪-১ গোলের জয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটির জন্য ২৯ সদস্যের দল দিয়েছিল এএফএ। সেখান থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে। সুস্থ থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি পাওলো দিবালার।
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলেই শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির কাঁধেই থাকছে অধিনায়কের দায়িত্ব। সঙ্গে আছেন বিশ্বস্ত সহযোগি অ্যাঞ্জেল ডি মারিয়া। পাশাপাশি নিকোলাস ওতামেন্ডি, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলরা তো আছেনই।
কোপার পাশাপাশি বিশ্বকাপেরও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন ঘরানার ফুটবল ছেড়ে ইউরোপিয়ান স্টাইলে দলকে খেলাচ্ছেন স্কালোনি। যা তাদের এনে দিচ্ছে একের পর এক সাফল্য। এবারের আসরেও তারাই অন্যতম ফেভারিট। কোপার মূলপর্বে আগামী ২১ জুন কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরবর্তীতে ২৬ জুন চিলি ও গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩০ জুন পেরুর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।