ভারতের ক্যাচ বিতর্ক, বাউন্ডারি সরে গেলে আইসিসির নিয়ম কী?
১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছে ভারত। তবে, তা ছাপিয়ে সূর্যকুমার যাদবের এক বিতর্কিত ক্যাচ নিয়ে তোলপাড় সামাজিক যোগামাধ্যম। আসলে কি আউট হয়েছেন ডেভিড মিলার, তা নিয়ে যেন আলোচনা থামছেই না। এবার নতুন আরেকটি যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন নেটিজেনরা। আর তা হলো ক্যাচটি নেওয়ার সময় বাউন্ডারি লাইন সঠিক জায়গায় ছিল না। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তা স্পষ্ট দেখা গেছে।
ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না, তা নিয়েই অনেকে প্রশ্ন তুলছেন। এ ছাড়া রিপ্লেতে সীমানা দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায়, কারণ ঘাসের ওপর বাউন্ডারি লাইনে সাদা দাগ স্পষ্ট। সেই দাগের ওপরই পা ছিল সূর্যকুমারের, যা সেই বিতর্ক আরও উসকে দিচ্ছে।
ক্রিকেটীয় আইনে সীমানা দড়ি সরে যাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই আইন তুলে ধরেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট উইজডেন। তারা বলছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে।’
১৯.৩.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত (সরে যায়) হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়ামাত্রই এ কাজ করতে হবে।’