বিশ্বকাপ নিয়ে বিভিন্ন দেশের অসন্তুষ্টি, কী পদক্ষেপ নেবে আইসিসি?
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে ভেঙেছে দক্ষিণ আফ্রিকার হৃদয়। ভারত শিরোপা জিতলেও সেটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষত, সূর্যকুমার যাদবের সেই ক্যাচটি। তবে, এর বাইরে পুরো টুর্নামেন্ট নিয়েই নানা অভিযোগ তুলেছে বিভিন্ন সদস্য দেশ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে আজ সোমবার (১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক সদস্য দেশ। এ বিষয়ে আইসিসি চলতি মাসে তাদের বোর্ড সভায় প্রশ্ন উত্থাপন করবে।
বিশ্বকাপের শুরু থেকেই পিচ নিয়ে অভিযোগ ছিল দলগুলোর। যুক্তরাষ্ট্রের পিচগুলো টি-টোয়েন্টির জন্য কোনোভাবেই আদর্শ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ পর্বে যদিও জমেছিল খেলাগুলো। এমনকি অসন্তুষ্টি প্রকাশ করেছিল চ্যাম্পিয়ন ভারতও। এছাড়া, এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্ব, ভ্রমণ ক্লান্তি—এসব নিয়েও কথা উঠেছিল। শ্রীলঙ্কা তো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার কারণ হিসেবে আইসিসির অদ্ভুত শিডিউলকে দায়ী করেছে।
সবমিলিয়ে, বিশ্বকাপ শেষ হলেও এর রেশ রয়ে গেছে ভালোভাবে। আসর চলাকালে আইসিসি জানিয়েছিল, কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিলে তারা খতিয়ে দেখবে। আসর শেষে এখন অভিযোগ ও অসন্তুষ্টির বিষয়গুলো প্রকাশ পাওয়ায় তা আমলে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এখন বোর্ড মিটিংয়ের অপেক্ষায় আছেন তারা। সেখানেই তোলা হবে ব্যাপারগুলো।