মেসি না রদ্রিগেজ, ফাইনালের আগে কে এগিয়ে?
দেখতে দেখতে শেষের পথে কোপা আমেরিকা। চূড়ান্ত হয়েছে দুই ফাইনালিস্ট। আর্জেন্টিনার সঙ্গে ফাইনালে খেলবে কলম্বিয়া। যে ম্যাচের আগে লড়াইয়ের ভেতর আরেকলড়াইয়ের আবহ দেখছেন অনেকে। সেমি ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির রেকর্ড ভেঙেছেন কলম্বিয়া অধিনায়ক হামেস রদ্রিগেজ।
কোপার এক আসরে এতদিন সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক ছিলেন মেসি। ২০১১ সালের টুর্নামেন্টে পাঁচটি গোলে সহায়তা করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এতদিন যেটি ছিল সর্বোচ্চ। চলমান আসরে তা ভেঙে দেন রদ্রিগেজ। তার অ্যাসিস্ট এখন ছয়টি। এমন খবরই জানিয়েছে গোল ডটকম।
পাঁচ ম্যাচে ছয় অ্যাসিস্ট ও এক গোলে কলম্বিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলটির অধিনায়ক রদ্রিগেজ। চলটি আসরে মেসির অ্যাসিস্ট দুটি, গোল একটি। ফাইনালে লড়াইটা তাই দুই অধিনায়কেরও।
বাংলাদেশ সময় আগামী ১৫ জুলাই সকাল ছয়টায় অনুষ্ঠিত হবে কোপার ফাইনাল। ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর্জেন্টিনার সামনে সুযোগ কোপা-বিশ্বকাপ-কোপার ঐতিহাসিক ট্রেবল জেতার। অন্যদিকে, ২৩ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে কলম্বিয়া। মেসিদের জন্য শিরোপা জয়ের পথটা তাই মোটেও সহজ নয়।
সেমি ফাইনালের পর কলম্বিয়া অধিনায়ক রদ্রিগেজ বলেছিলেন, দারুণ একটি ম্যাচ ছিল। ছেলেরা চমৎকার ডিফেন্স করেছে। এখন ফাইনালের অপেক্ষা। দিনটির জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। আমরা বেশ খুশি। এবার শিরোপা জিতলে তাতে পূর্ণতা আসবে।’