কোপা আমেরিকায় কে জিতেছেন কোন পুরস্কার?
আর্জেন্টিনার আরেকটি শিরোপা উৎসব দিয়ে শেষ হলো কোপা আমেরিকার এবারের আসর। আজ সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ম্যাচটি জিতে নিয়ে এই নিয়ে চার শিরোপা জয়ের খেতাবও জিতেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। আর ম্যাচের ভাগ্য দেওয়া গোলটি করেন লাওতারো মার্টিনেজ। ম্যাচের ৯৭তম মিনিটে বদলি হয়ে মাঠে নেমেই সেই জাদুকরী মুহূর্ত এনে দেন মার্টিনেজ। গোল করে আর্জেন্টিনাকে উপহার দেন শিরোপা স্বাদ।
পুরো টুর্নামেন্টে দারুণ খেলা লাউতারোর এটি ছিল এবারের আসরের পঞ্চম গোল। আসরে আর্জেন্টিনার ৯ গোলের ৫টি একাই করে তিনি। যা এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।
সর্বোচ্চ গোল করার সুবাদে গোল্ডেন বুট পুরস্কার জিতলেন মার্টিনেজ। গোল্ডেন গ্লাভস বা সেরা গোলরক্ষকের পুরস্কার গিয়েছে এমিলিয়ানো মার্তিনেজের হাতে। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার গোলবার পুরো টুর্নামেন্টের আগলে রাখার কারিগর তিনি।
আসরের সেরা পুরস্কার জিতেছেন অবশ্য কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ। আসরে ৬ অ্যাসিস্ট করেছেন। ভেঙ্গেছেন লিওনেল মেসির এক আসরে ৫ অ্যাসিস্ট করার রেকর্ড। করেছেন ১ গোলও। নেস্টর লরেঞ্জোর অধীনে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন ৩৩ বছরের এই অ্যাটাকার। দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে নিয়েছেন তিনি।। যদিও ফাইনালে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যায় লাউতারো মার্টিনেজের গোলের কাছে।
এ ছাড়া ফাইনাল সেরা হয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। নিজের শেষ লম্বা ক্যারিয়ারের শেষ দিন শিরোপা তো জিতেছেনই, সেই সাথে জিতেছেন ফাইনাল সেরার পুরস্কার!