চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেলেন মেসিরা
প্রায় এক মাস ধরে ফুটবলের জাদুতে ভক্তদের বুঁদ করে রেখেছিল কোপা আমেরিকা। অবশেষে পর্দা নামল টুর্নামেন্টটি। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো কোপা আমেরিকার এবারের আসর।
আজ সোমবার (১৫ জুলাই) টুর্নামেন্টের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপায় টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ম্যাচের দিন একমাত্র গোল করে নায়ক বনে গেছেন লাউতারো মার্টিনেজ। অবশ্য পুরো টুর্নামেন্টেও সর্বোচ্চ পাঁচটি গোল করে গোল্ডেন বুট জিতেছেন এই আর্জেন্টাইন তারকা।
অন্যদিকে, আর্জেন্টিনা একে একে ঘরে তুলল চারটি আন্তর্জাতিক ট্রফি। ২০২১ সাল থেকে ২০২৪—চার বছরে চার শিরোপা জয়ের উল্লাসে ভাসছে আকাশি-নীলরা।
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা আজ কোপার চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৮৮ কোটি টাকার কিছু বেশি। এবারের আসরে মোট ৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ধরেছিল কনমেবল। যাতে অংশ নেওয়া ১০ দলের প্রতিটিই অংশগ্রহণের জন্য পাচ্ছে ২০ লাখ ডলার করে।
এদিকে ফাইনালে হেরে যাওয়া কলম্বিয়া পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ৮২ কোটি টাকার বেশি। এ ছাড়া ব্যক্তিগতভাবেও দুদলের খেলোয়াড়রা জিতেছেন পুরস্কার।