আইসিসি থেকে সুখবর পেলেন জ্যোতি
নারী এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াই থেকে থেমে যায় বাংলাদেশের যাত্রা। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় লাল-সবুজের দল। তবে দল বিদায় নিলেও আইসিসি থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আইসিসির র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশি ব্যাটারের।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে নিগার আছেন ১৪তম স্থানে। এ ছাড়া টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে প্রথম ৪৫ জনের মধ্যে বাংলাদেশের আর কেউ নেই।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানে জিতে শেষ চারে ওঠে বাংলাদেশ। সেই ম্যাচে ৩৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন নিগার।
এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ওই ম্যাচেও দলের হয়ে একমাত্র লড়াই করেন নিগার। ১০ উইকেটে হারের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
এই তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ফিফটি করা স্মৃতি মান্ধানা এক ধাপ এগিয়েছেন। তিনি এখন আছেন চার নম্বরে। আর লঙ্কান মেয়েদের প্রথম এশিয়া কাপ জয়ের পথে দুর্দান্ত ইনিংস খেলা অধিনায়ক চামারি আতাপাত্তু তিন ধাপ এগিয়ে উঠেছেন ষষ্ঠ স্থানে।