পাকিস্তান সফরে খেলবেন কি সাকিব?
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে মাতাচ্ছেন তিনি। আগামী ১২ আগস্ট পর্যন্ত সেখানেই খেলবেন বাংলাদেশি তারকা? এরপর কি দেশের হয়ে নামবেন এই বাঁহাতি স্পিনার?
সেই উত্তরই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আজ বুধবার বিসিবির এই পরিচালক জানিয়েছেন, পাকিস্তান সফরে থাকছেন সাকিব। তাকে নিয়েই আসন্ন সফরের দল সাজাচ্ছে বাংলাদেশ।
বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের জালাল ইউনুস বলেছেন, ‘সে টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ থেকে দূরে সরে যাওয়া তাসকিন আহমেদের ব্যাপারেও জানাল বিসিবি। বিসিবি পরিচালক জানিয়েছেন, এই সফরের তালিকায় তাসকিনকে রাখারও পরিকল্পনা চলছে।
জালাল ইউনুস তাসকিনের ব্যাপারে বলেছেন, ‘তাসকিনের কালকে একটা মূল্যায়ন ছিল। ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে, তখন আপনারা বুঝতে পারবেন।’