সাকিবের অস্বীকৃতির জন্য বাদ বাংলা টাইগার্স
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে গিয়েও স্বস্তিতে নেই সাকিব আল হাসান। কদিন আগেই এক প্রবাসী দর্শকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে সমালোচনার মুখে পড়েন সাকিব। আর এবার বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটর ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্তে বাদ পড়েছে তার দল বাংলা টাইগার্স।
গতকাল রোববার (১১ আগস্ট) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, টরেন্টো ইন্টারন্যাশনালসের বিপক্ষে ম্যাচে বৃষ্টির বাধায় কিছুতেই শুরু করা যায়নি খেলা। পরবর্তীতে বৃষ্টি থামলেও খেলা মাঠে গড়ানোর নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় শুধু সুপার ওভারের সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা।
যদিও তাদের এই সিদ্ধান্ত মানতে পারেননি অধিনায়ক সাকিব। তাই না খেলার সিদ্ধান্ত জানিয়ে আর টস করতে যাননি তিনি। পরবর্তীতে ম্যাচের সমাপ্তি ঘোষণা করলে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যায় টরেন্টো। কিন্তু ওই ম্যাচটি যদি পরিত্যক্ত হতো তাহলে সাকিবের দলই দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করত। তবে, সাকিবের এমন সিদ্ধান্তের কারণে তা আর হয়ে ওঠেনি।
এই বিষয়ে গ্লোবাল টি-টোয়েন্টির সিইও জয় ভট্ট্টাচার্য বলেন, ‘এক ওভারের সুপার ওভারে হেরে যাওয়া দলটির জন্য হৃদয়বিদারক হতো। তবু আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেকোনো উপায়ে এই ম্যাচে যেন ফল হয়। এই সিদ্ধান্ত টুর্নামেন্টের নিয়মের অংশ।’
বিবৃতিতে আরও জানানো হয়, ‘টসের সময় টরন্টো ন্যাশনালসের অধিনায়ক কলিন মুনরো উপস্থিত ছিলেন। কিন্তু বাংলা টাইগার্স দল মাঠে নামতে অস্বীকৃতি জানায়। এর পরিণতি কী হতে যাচ্ছে, ম্যাচ রেফারি সেটা সাকিব আল হাসানের কাছে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন। এরপরেই আম্পায়ার টরন্টো ন্যাশনালসকে বিজয়ী ঘোষণা করেন।’