খেলতে অস্বীকৃতি সাকিবের, কারণ জানালেন শরিফুল
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এলিমিনেটর ম্যাচে দেখা মিলল এক বিরল দৃশ্যের। বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ানোয় সিদ্ধান্ত হয় সুপার ওভারের। তবে, খেলতে অস্বীকৃতি জানান বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। যার ফলে সেখান থেকেই বিদায় নিতে হয় দলটিকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাকিবের সতীর্থ পেসার শরিফুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসার শরিফুল ইসলাম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই আত্নবিশ্বাস বাড়ায়, কারণ ওখানে সব ভালো ক্রিকেটাররা খেলে। পরপর দুইটা লিগ খেললাম, ভালোই লাগছে; আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যেটা নিয়মে ছিল না, এক ওভারে একটি ম্যাচ; আর এই কারণেই আমরা টসে যাইনি।’
শরিফুল আরও যোগ করেন, ‘আমার মনে হয়না কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ ছাড়া এমন সুপার ওভার হয়, এই কারণেই আমরা টসে যাইনি। এরপর কি হয়েছে সেটা আমি জানি না। তবে, সাকিব ভাই ওনার দিক থেকে ঠিকই ছিলেন। কারণ ম্যাচ না হয়ে তো সুপার ওভারের কোনো নিয়ম নেই। এটা যদি নিয়মে থাকত, তাহলে তো আমাদের সমস্যা ছিল না। এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই।’
টরেন্টো ইন্টারন্যাশনালসের বিপক্ষে ম্যাচে বৃষ্টির বাধায় কিছুতেই শুরু করা যায়নি খেলা। পরবর্তীতে বৃষ্টি থামলেও খেলা মাঠে গড়ানোর নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় শুধু সুপার ওভারের সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা। যদিও তাদের এই সিদ্ধান্ত মানতে পারেননি অধিনায়ক সাকিব। তাই না খেলার সিদ্ধান্ত জানিয়ে আর টস করতে যাননি তিনি। পরবর্তীতে ম্যাচের সমাপ্তি ঘোষণা করলে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যায় টরেন্টো।
এই বিষয়ে গ্লোবাল টি-টোয়েন্টির সিইও জয় ভট্ট্টাচার্য বলেন, ‘এক ওভারের সুপার ওভারে হেরে যাওয়া দলটির জন্য হৃদয়বিদারক হতো। তবু আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেকোনো উপায়ে এই ম্যাচে যেন ফল হয়। এই সিদ্ধান্ত টুর্নামেন্টের নিয়মের অংশ।’