ঐতিহাসিক সিরিজ জয়ের পর সুখবর পেল বাংলাদেশ
দুটি টেস্ট জয়, একটি সিরিজ নিজেদের করে নেওয়া। এতটুকুতেই সীমাবদ্ধ নয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাওয়া ঐতিহাসিক সিরিজের মাহাত্ম্য। এই সিরিজ ছাড়িয়েছে সাদা পোশাকে বাংলাদেশের সব অর্জনকে। তর্কসাপেক্ষে এটিই টেস্টে বাংলাদেশের সেরা পারফরম্যান্স।
আধিপত্য বিস্তার করে এই সিরিজ জয়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি, দলগত পারফরম্যান্স। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভেঙেছে পাকিস্তান জুজু। বোলাররা বল হাতে, ব্যাটাররা উইলোর ঝলকে দলকে টেনেছেন। এর সুফল পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) টেস্ট ফরম্যাটে উন্নতি করেছেন একঝাঁক বাংলাদেশি তারকা।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ মিলে সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন। যাতে গড়ে ওঠে ম্যাচ জয়ের ভিত। লিটন ১৩৮ ও মিরাজ করেন ৭৮ রান। টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দুজনই। ১২ ধাপ এগিয়ে লিটন এখন আছেন ১৫ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৬৮৮। মিরাজ এগিয়েছেন ১০ ধাপ। ক্যারিয়ার সেরা ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৭৫ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন পেসারই। সবচেয়ে বড় লাফ দিয়েছেন তরুণ গতিতারকা নাহিদ রানা। ২৩ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৯৭ নম্বরে। সেরা ১০০-তে এবারই প্রথম জায়গা করে নিলেন নাহিদ। হাসান মাহমুদও দিয়েছেন বেশ বড় লাফ। ১৬ ধাপ এগিয়ে তিনি আছেন ৫৭ নম্বরে। তাসকিন আহমেদ ১১ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে তালিকার ৮৫ নম্বরে। সিরিজসেরা মিরাজ বল হাতেও রেখেছেন অসামান্য অবদান। বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন এই স্পিন অলরাউন্ডার।