এবার ভারত সফরে সাফল্যের দিকে তাকিয়ে বাংলাদেশ
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা দুই টেস্টে জিতে আজ মধ্যরাতে ঢাকায় পা রাখবেন ক্রিকেটাররা। এরপর অবশ্য বিশ্রামের সুযোগ নেই। কারণ কদিন বাদেই ধরতে হবে ভারতের বিমান। পাকিস্তান সফরে জয়ের অনুপ্রেরণা এবার ভারতেও কাজে লাগাতে মুখিয়ে আছে বাংলাদেশ।
আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে উড়াল দেবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে এই সফর। সাদা পোশাকের পাশাপাশি রঙিন পোশাকেও ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
সফরকে সামনে রেখে টি-টোয়েন্টি দল ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে শেরেবাংলায়। আজ বুধবার টি-টোয়েন্টি দলের হোম অফ ক্রিকেটে শুরু করেছেন নিজেদের ব্যস্ততা। মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে আফিফ, জাকের আলি, সৌম্য সরকারসহ বেশ কয়েকজন নিজেদের ঝালিয়েছেন।
স্থানীয় কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে জাকের আলি গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখন ভারত সফরের সাদা বলের সিরিজের জন্য অনুশীলন করেছি। পাকিস্তানের সঙ্গে দারুণ একটা সিরিজ জয় করেছি। এই জয় দারুণ অনুপ্রেরণা আমাদের সবার জন্য। সবাই ভালো খেলেছে। ভারতও এবার আমাদের হালকাভাবে নেবে না। তাদের বাংলাদেশের সিরিজকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছে ভারতের সাবেক ক্রিকেটাররাও।’
তরুণ এই ক্রিকেটার ভারত সফরে সেরা সাফল্যের দিকে তাকিয়ে। তিনি বলেছেন, ‘লাল কিংবা সাদা বলে খেলা হোক না কেন। যখন দল বড় প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফর্ম করে, তখন অন্য রকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়। সেই আত্মবিশ্বাস নিয়েই ভারতে জেতার জন্য যাবো। আমাদের মানসিকতাই এখন এমন। ভারত সিরিজে লক্ষ্য থাকবে যেন সেরা সাফল্য অর্জন করে আসতে পারি।’