আজ ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল
কদিন আগেই পাকিস্তানে ইতিহাস গড়ে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকায় পা রেখে খুব বেশি বিশ্রামের সুযোগ পাননি নাজমুল হোসেন শান্তরা। কারণ, দুয়াড়ে কড়া নাড়ছে ভারত সফর। স্বাগতিকদের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলার জন্য সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বে চন্ডিকা হাথুরুসিংহের দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দেওয়া তথ্য অনুসারে, আজ দুপুর ১টা ৫ এর ফ্লাইটে করে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন শান্তরা। টেস্টে ডাক পাওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা যাচ্ছেন এই ফ্লাইটে। এর আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন অধিনায়ক শান্ত।
পাকিস্তান থেকে ফিরে কয়েকদিনের ছুটিতে যান হাথুরুসিংহে। পরিবারের কাছে অস্ট্রেলিয়াতে ফিরে গিয়েছিলেন তিনি। ছুটি শেষ করে ভারত সিরিজকে সামনে রেখে শনিবার রাতে দেশে ফিরেছেন এ লঙ্কান কোচ। তিনিও দলের সঙ্গে উড়াল দেবেন চেন্নাইতে।
এরপর যাবে টি-টোয়েন্টির দল। সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি। শুধু মাত্র টেস্টের জন্যই গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। নতুন চমক জাকের আলি অনিক। রঙিন পোশাকে ভালো করার পুরস্কারই পেয়েছেন বলা চলে। তবে, দলে নেই পেসার শরিফুল ইসলাম। চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে।
বিতর্ক থাকলেও সাকিব আল হাসান থাকছেন এই সিরিজেও। তিনি পাকিস্তান সিরিজ শেষ করে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে ইংল্যান্ড যান। সেখান থেকে সরাসরি যোগ দেবেন ভারতে দলের সঙ্গে। এ ছাড়া পাকিস্তানকে ধবলধোলাই করা সিরিজের প্রায় সবাই আছেন ১৬ সদস্যের দলে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে।
টেস্ট শেষে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি হবে গোয়ালিয়রে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।
ভারত সিরিজে বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।