সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ নামছে বাংলাদেশ
প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটেনি এখনও। ভারত সফর বাংলাদেশকে কেবল হতাশ করে যাচ্ছে। মাঠের বাইরের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ছে বাইশ গজে। ধারাবাহিক ব্যর্থতায় টেস্টের পর টি-টোয়েন্টিও শুরু হয়েছে পরাজয়ে। বাংলাদেশের সামনে আজ বুধবার (৯ অক্টোবর) লড়াইটা সিরিজ বাঁচানোর। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলেই সিরিজ শেষ। ম্যাচটি তাই বাংলাদেশের জন্য বাঁচা-মরার।
এমন সমীকরণ নিয়ে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যায় সাড়ে ৭টায়। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।
ভারতের মাটিতে লড়াইটা শুরুটা হয় টেস্ট দিয়ে। দুই টেস্টের কোনোটিতেই ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এমনকি দ্বিতীয় টেস্টে বৃষ্টির সুবিধা নিয়েও বাংলাদেশ অন্তত ড্রয়ের স্বাদ নিতে পারেনি। বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে চন্ডিকা হাথুরুসিংহের দল।
টেস্টের পর গোয়ালিয়রে শুরু হয় দুদলের টি-টোয়েন্টির লড়াই। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একই দশা বাংলাদেশের। আগে ব্যাট করতে নেমে ১২৭ রানের মধ্যেই গুটিয়ে যায় বাংলাদেশ। কারও ব্যাটে নেই ধার। বোলিংয়েও নেই ছন্দ। ফলাফল ৪৯ বল হাতে রেখে সাত উইকেটেই জয় তুলে নেয় ভারত। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
বাংলাদেশ অধিনায়ক শান্ত প্রথম ম্যাচের পর অবশ্য শুনিয়েছিলেন আশার কথা। বলেছিলেন, ‘আমরা ভালো দল। আমাদের আরও ভালো করার সামর্থ্য আছে। ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। সুযোগ এখনও শেষ হয়নি। পরের ম্যাচগুলোতে পরিকল্পনামাফিক খেলতে হবে। ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে।’
দিল্লিতে এই ম্যাচ দিয়ে বিদায়ের আরও কাছে চলে যাবেন মাহমুদউল্লাহ। হায়দরাবাদে এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে থেমে যাবেন তিনি। ইতোমধ্যে গতকাল আনুষ্ঠানিকভাবে দিয়েছেন বিদায়ের ঘোষণা। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে তার। সেই সঙ্গে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এই ফরম্যাটের অতীত ইতিহাসও আশা জোগাতে পারে বাংলাদেশকে। কারণ, ভারতের বিপক্ষে এই ফরম্যাটের একমাত্র জয়টা এই অরুন জেটলিতেই। অতীত সুখস্মৃতিকে কাজে লাগিয়ে আরেকবার দিল্লিতে মান বাঁচানোর চ্যালেঞ্জে নামবে হাথুরুসিংহের শিষ্যরা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।