ফাইনাল মহারণের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মাঠে গড়াবে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল মহারণ। শিরোপার জন্য গেলবারের দুইবার ফাইনালিস্ট বাংলাদেশ ও নেপাল।
২০২২ সালে এই নেপালকে হারিয়েই শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলার মেয়েরা। এবারও একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। লড়াইয়ের আগের দিন তেমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।
বাংলাদেশ অধিনায়ক মনে করেন, নেপাল স্বাগতিক বলে তারাই চাপে থাকবে। এই সুবিধা কাজে লাগিয়ে আরেকবার খুশির জোয়ারে ভাসতে চায় বাংলাদেশ। ৩১ বছর বয়সী বাংলাদেশি তারকা জানালেন, ‘নেপালকে ফাইনালে দেখে আমি খুশি। আশা করি, দর্শকরা ফাইনাল উপভোগ করবে। ফাইনাল কারো জন্যই সহজ হবে না, কঠিন ম্যাচ হবে। আমাদের কিছুটা অসুবিধা তো হবেই। দলের অনেকেই তরুণ আছে। আবার অনেকেরই এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। তবে আমার কাছে মনে হয়, স্বাগতিক দলই বেশি চাপে থাকে।’
এরপর নিজেদের আত্মবিশ্বাস ও দেশের মানুষের দোয়া চেয়ে অধিনায়ক বলেছেন, ‘আমি আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে, সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে, সেটা অবিশ্বাস্য। এটার প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে, তাদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি আপনারা মাঠে দেখতে পাবেন না। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কীভাবে খেলছে? আমার মনে হয়, সেই জিনিসটাই মেয়েরা ধরে রাখবে। সেই সঙ্গে অবশ্যই দেশের মানুষের দোয়া চাইব। গতবার আমাদের প্রতি আশা ছিল, সেটা রেখেছিলাম। এখন মেয়েরা ভালো ফুটবল খেলছে এটাই স্বস্তির। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলবে মেয়েরা।’