সাবিনাদের জন্য বিসিবি দিচ্ছে ২০ লাখ টাকা
দেশে ফিরে একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল। সাফজয়ী এই নারীদের এক কোটি টাকা পুরস্কার দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার এলো আরেকটি সুখবর। সেটি এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পক্ষ থেকে। নেপাল থেকে সাফজয় করে ফিরে আসা সাবিনা খাতুনদের ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বিসিবি। বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাফজয়ী নারীদের অভিনন্দন বার্তাও জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক আহমেদ বলেছেন, ‘আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে যা করেছে, আমরা গর্বিত। পুরো ক্রীড়াঙ্গনের এ সাফল্য উদযাপনে বিসিবিও যোগ দিচ্ছে। তাদের এই জয় অন্য সব খেলার খেলোয়াড়দের এবং বাংলাদেশের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। আমরাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগকে অভিনন্দন জানাই।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘বিসিবি খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সব সময় বদ্ধপরিকর। এই ঐতিহাসিক জয় খেলায় মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে এবং পুরো দেশের সমর্থন জোগাবে।’
এর আগে মেয়েদের এক কোটি টাকার উপহার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নারীদের সংবর্ধনা দিয়ে সংবাদমাধ্যমের সামনে আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ নারী দল বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু করেছে। আমরা আশাকরি, সামনে তারা আরও বড় সাফল্য এনে দেবে। আপনারা জানেন, তারা অনেক বড় সাফল্য এনে দিয়েছে। সাফে তাদের এমন অর্জনের জন্য সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।’
এ ছাড়া নারী ফুটবলারদের সুযোগ সুবিধা নিয়ে অনেক অভিযোগ আছে। সেসব অভিযোগ নিয়েও কথা বলেছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘নারী ফুটবল নিয়ে অনেক অভিযোগ আছে, বৈষম্য নিয়ে কথা হয়। এসব কীভাবে ঠিক করা যায়, তাদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সেই ব্যাপারে ইতোমধ্যে বাফুফের সঙ্গে আমাদের কথা হয়েছে।’