অনিশ্চয়তা কাটিয়ে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে অনিশ্চয়তার মেঘ সরেছে। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাইব্রিড মডেলেই হবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক নিজেদের ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। এতে টুর্নামেন্ট নিয়ে ফিরে এসেছে স্বস্তি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে, ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল হবে মরুর দেশে। ভারত যদি সেমিফাইনালে না ওঠে, তাহলে সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ দুটি হতে পারে পাকিস্তানেই।
আইসিসি জানিয়েছে, ২০২৪-২৭ সামনের চারটি আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে যাবে না। এ সময়ে ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তানও দলকে ভারতে পাঠাবে না। এর মধ্যে পাকিস্তান আয়োজিত দুটি টুর্নামেন্ট হচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৮ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। আর ভারত আয়োজিত দুটি টুর্নামেন্ট— ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ও ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ।
১৯৯৬ সালের পর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ভারতের বাধায় তা নিয়ে জল কম ঘোলা হয়নি। শেষে শর্ত জুড়ে দেয় পাকিস্তানও। দুই দেশের বৈরিতায় আলোর মুখ দেখেনি এমনকি আইসিসির সর্বশেষ দুটি সভা।