নিয়ম ভেঙে কীভাবে খেলছে রাজশাহী, জানাল বিসিবি
বিপিএলে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ আগের আসরগুলোতেও অনেকবার উঠে এসেছিল। কিন্তু গত ১০ আসরের ইতিহাসে কখনও বিদেশি ক্রিকেটারদের মাঠে না আনতে পারার নজির নেই। আজ রোববার (২৬ জানুয়ারি) রাজশাহী-রংপুর ম্যাচে দেখা গেল এমন দৃশ্যের। কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলছে রাজশাহী। টুর্নামেন্টের নিয়ম ভেঙেও কীভাবে খেলছে তারা, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
বিপিএলের নিয়মঅনুযায়ী, প্রতিটি ম্যাচে একটি দলে কমপক্ষে দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার থাকতে হবে। কিন্তু রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। কিভাবে এমনটি করতে পারল ফ্র্যাঞ্চাইজিটি, সেই প্রশ্নের উত্তর দিয়েছে বিসিবি।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে বিসিবি জানিয়েছে, বিপিএলের টেকনিক্যাল কমিটির কাছে রংপুরের বিপক্ষে ম্যাচের জন্য সব দেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামার বিশেষ অনুমতি চেয়েছিল রাজশাহী। যেহেতু এদিন তাদের কোনো বিদেশি ক্রিকেটার মাঠে আসেনি। তাই বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই অনুমতি দিয়েছে টেকনিক্যাল কমিটি।
মূলত পারিশ্রমিক না পাওয়ায় এদিন মাঠে আসেননি রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার। তারা রংপুরের বিপক্ষে ম্যাচটি বয়কট করে টিম হোটেলে অবস্থান করছেন। তবে, বিদেশিরা না পেলেও পারিশ্রমিকের চেক হাতে পেয়েই মাঠে এসেছেন বাকি ১৩ ক্রিকেটার। শুধু তাই নয়, পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে একদিন অনুশীলন বর্জন করেন এই দলের ক্রিকেটাররা। যদিও পরে সেটি অস্বীকার করা হয় দলের পক্ষ থেকে।