আবারও চেক বাউন্স, কি বলছেন রাজশাহীর ক্রিকেটাররা
‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে’—দ্বিতীয়বারের মতো চেক বুঝে পেয়ে এভাবেই স্ট্যাটাস দিয়েছিলেন রাজশাহীর ওপেনার এনামুল হক বিজয়। সমর্থকদের অনেকেরই ধারণা ছিল হয়তো পারিশ্রমিক জটিলতা কেটে গেছে দলটি। যদিও বাস্তবে তেমনটা দেখা গেল না। ফের একবার চেক বাউন্স করায় খালি হাতেই ফিরতে হয়েছে ক্রিকেটারদের।
প্রথম দফায় বিসিবি সভাপতির চেষ্টায় ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়ে খেলতে নেমেছিলেন বিজয়রা। তাৎক্ষণিক সমাধান হলেও সেটা খুব বেশি কাজে দেয়নি। চট্টগ্রামে হোটেল ভাড়া দিতে না পারা, ঢাকায় হোটেল বদল আরও ভাবনায় ফেলে দেয় ক্রিকেটারদের। রংপুরের বিপক্ষে ম্যাচের আগে ফের ক্রিকেটাররা বয়কটের ডাক দিলে তড়িঘড়ি করে চেক তুলে দেন মালিকপক্ষ।
দেশি ক্রিকেটাররা সেদিন চেক বুঝে পেলেও পাননি বিদেশিরা। যার ফলে ওই ম্যাচে তাদের কেউই মাঠে যাননি। প্লে-অফের আশায় থাকা দলটির ক্রিকেটাররা ফের একবার হতাশ হলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, আবারও চেক বাউন্স করেছে। এভাবে তো হয় না, আমরা আবার মালিকের সাথে বসব। প্লে-অফে না খেলা হলে মালিক পক্ষ জানিয়েছে ২ ফেব্রুয়ারির মধ্যে সমস্যা সমাধান করবেন ‘
এর আগে, রংপুরের বিপক্ষে ম্যাচ জিতে অধিনায়ক তাসকিন আহমেদ মজার ছলে বলেছিলেন, মিরপুরের উইকেটের মতো চেক বাউন্স করলে ক্রিকেটারদের বিপদ হবে। তাসকিনের সেই সঙ্কাই সত্যি হলো। দুদিন আগে হাতে পাওয়া চেক ব্যাংকে জমা দিলে সেটা প্রত্যাখান হয়েছে।