রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি বাংলাদেশের

বাংলাদেশের ভালোই পরীক্ষা নিয়েছে আয়ারল্যান্ড। ম্যাচ প্রায় নিজেদের করেই নিচ্ছিলেন আইরিশ মেয়েরা। তবে, মিডল অর্ডারে রিতু মনির দৃঢ়তা বাংলাদেশকে বাঁচিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (১৩ এপ্রিল) আয়ারল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে ২ উইকেটে। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলার মেয়েরা। টস জিতে আগে ব্যাট করা আইরিশরা ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৩৫ রান। জবাবে ৪৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৪০ রান।
আয়ারল্যান্ডের পক্ষে ৭৫ বলে সর্বোচ্চ ৬৩ রান আসে মিডল অর্ডার ব্যাটার লরা ডিলানির ব্যাট থেকে। নিগার সুলতানা জ্যোতির স্ট্যাম্পিংয়ে পরিণত করে লরাকে ফেরান ফাহিমা খাতুন। নয়তো আইরিশদের সংগ্রহ আরও বড় হতে পারত। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে অরলা প্রিন্ডারগাস্টের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৯ রানে ৩ উইকেট শিকার করেন রাবেয়া খাতুন। ৮ ওভারে ৫০ রান দিয়ে ফাহিমা নেন ২ উইকেট। ১০ ওভারে ৪২ রানে জান্নাতের শিকার ১টি।
রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২ রানে হারায় ২ টপ অর্ডার ব্যাটারকে। বিপর্যয় সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচে তিন স্ট্যাম্পিং করা জ্যোতি উইকেটের পেছনে যেমন সাবলীল ছিলেন, সামনেও ছিলেন দারুণ। ৬৮ বলে ৫১ রানের ইনিংস খেলে পরিস্থিতি অনুকূলে এনে দেন। যাতে ভর দিয়ে শেষ দিকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রিতু মনি। ৬১ বলে ৬৭ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন রিতু।