১৪ বছর বয়সেই বিহার রঞ্জি দলের সহ-অধিনায়ক সূর্যবংশী
মাত্র ১৪ বছর বয়সেই নজরকাড়া ব্যাটিং দিয়ে সবাইকে অবাক করে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। আইপিএলের সর্বশেষ আসরে ৩৮ বলে সেঞ্চুরি করে বনে যার পুরুষদের টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এবার রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়ক হলেন তিনি। ভারতের অন্যতম প্রতিভাবান এই তরুণ ক্রিকেটারকে ২০২৫-২৬ মৌসুমের রঞ্জি ট্রফির প্রথম দুই রাউন্ডের জন্য বিহার দলের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)।
সূর্যবংশীর এই উত্তরণ অবশ্য আকস্মিক নয়। সম্প্রতি ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচে ব্রিসবেনে ৭৮ বলে সেঞ্চুরি করার পাশাপাশি, তিন ইনিংসে ১৩৩ রান করে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।
ইংল্যান্ড সফরে ওয়ানডে ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলে যুব ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ওই সিরিজে ৫ ম্যাচে ১৭৪.০১ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ছিল ৩৫৫ রান। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
তবে প্রথম শ্রেণির ক্রিকেটে সূর্যবংশীর যাত্রা এখনো খুব বেশি দূর গড়ায়নি। ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে অভিষেকের পর তিনি খেলেছেন মাত্র ৫টি প্রথম শ্রেণির ম্যাচ। ১০ ইনিংসে তার মোট রান ১০০, সর্বোচ্চ ৪১।
এর মাঝেই আইপিএল ইতিহাসে নাম লেখান সূর্যবংশী। ১৩ বছর বয়সে আইপিএলে দল পেয়ে রেকর্ড গড়েছেন তিনি। এরপর ২০২৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন ৭টি ম্যাচ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের ইনিংসে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে যায় সে। পুরো আসরে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ছিল ২৫২ রান।
এত প্রতিভার পরও, সূর্যবংশী এখনো রঞ্জিতে নিয়মিত হতে পারেনি মূলত অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত থাকার কারণে। ২০২৬ সালের শুরুতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দৌড়েও রয়েছে সে। ফলে পুরো রনজি মৌসুমে তার উপস্থিতি অনিশ্চিত।
সূর্যবংশীর মানসিক দৃঢ়তা ও রান করার ক্ষমতা দেখে অনেকেই চাইছেন তাকে যেন ভারতের আরও গঠিত ও উন্নত প্রথম শ্রেণির স্ট্রাকচারে অন্তর্ভুক্ত করা হয়। তার বিহার ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে আপাতত বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন চায় যেকোনো মূল্যে সূর্যবংশীকে ধরে রাখতে।
রঞ্জিতে বিহার দলের পারফরম্যান্স আগের মৌসুমে ছিল হতাশাজনক। ৭ ম্যাচে কোনো জয় ছাড়াই মাত্র ১ পয়েন্ট অর্জন করে দলটি রেলিগেটেড হয়। এবার প্লেট লিগ থেকে নিজেদের পুনরুত্থান ঘটাতে চায় তারা।
২০২৫-২৬ রঞ্জি ট্রফির মৌসুম শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে পাটনায় অরুণাচল প্রদেশের বিপক্ষে মাঠে নামবে বিহা। এরপর দ্বিতীয় ম্যাচে ২৫ অক্টোবর নাদিয়াতে তারা মুখোমুখি হবে মণিপুরের।

স্পোর্টস ডেস্ক