বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হংকং
হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালে গতকাল (৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে প্লেট পর্বে নেমে যায় বাংলাদেশ। আজ প্লেট পর্বের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারালেও হোঁচট খেয়েছে ফাইনালে এসে। স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ফাইনালে জয়ের খুব কাছে গিয়েও ম্যাচ হেরেছে বাংলাদেশ।
ফাইনালে শেষ ওভারে হংকংয়ের দরকার ছিল ৩০ রান। যা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু আকবর আলীর করা ওভারে হংকংয়ের ব্যাটার আইজাজ খান মেরে বসেন ৫টি ছক্কা! তার শেষ বলের ছক্কাতেই হংকং ১ উইকেটে জয় পায়।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার তাণ্ডবে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল বাংলাদেশ
আজ মংককের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় হংকং। ব্যাট হাতে ঝড় তোলেন জিসান আলম, আকবর আলী ও আবু হায়দার। জিসান ৭ বলে করেন ২৭ রান, আবু হায়দার ৮ বলে ২৮ ও আকবর ১৩ বলে ৫১ রান করেন। মাত্র ১১ বলে ফিফটি করা আকবর ইনিংসে হাঁকান ৭টি ছক্কা ও ১টি চার। নির্ধারিত ওভারে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ১২০ রান।
আরও পড়ুন : শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
জবাবে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে হংকং। প্রথম ওভারেই আবু হায়দার ফেরান বাবর হায়াত ও আনশি রাথকে। কিন্তু এরপর মাঠে নামেন আইজাজ খান। তিনি ২১ বলে ১১টি ছক্কা ও ৪টি চারে ঝড়ো ৮৫ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এছাড়া নিজাকাত খান করেন ১০ বলে ২৮ রান। শেষ পর্যন্ত আইজাজের ঝড়ে ১ উইকেটে জয় তুলে নেয় হংকং। বাংলাদেশের হয়ে আবু হায়দার ২২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, তবে আকবর আলীর শেষ ওভারেই ভেসে যায় ম্যাচের ভাগ্য।

স্পোর্টস ডেস্ক