অচিরেই উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী
জামালপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার ফলে বাংলাদেশ হতদরিদ্র থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, অচিরেই উন্নত দেশে পরিণত হবে।’
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী যখন ক্ষমতায় আসে তখন মাথাপিছু আয় ছিল মাত্র ৫০০ ডলার আর বর্তমানে তা দুই হাজারের বেশি। বাংলাদেশকে এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে না। বাংলাদেশ এখন অনেক ক্ষেত্রেই উন্নয়নের অবদান রেখে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরে মির্জা আজম অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম আরও বলেন, ‘শুধু ঢাকা চট্টগ্রাম নয়, জামালপুরের মতো সারা দেশেই শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে।’
জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।
জেলা পরিষদের অধীনে মোট ১৬ কোটি ৬৭ লাখ টাকায় নির্মাণ করা হয় এক হাজার আসনবিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন মির্জা আজম অডিটরিয়াম।