রাজধানীতে ৩ বাসে আগুন
মধ্যরাতে রাজধানীতে তিনটি পৃথক স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রাইদা পরিবহণের দুইটি ও রাজধানী পরিবহণের একটি বাস পুড়ে গেছে। আজ সোমবার (১০ নভেম্বর) ভোররাতে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ সকালে এনটিভি অনলাইনকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
আরও পড়ুন : ধানমণ্ডিতে বাসে আগুন
শাহজাহান হোসেন জানান, মধ্যরাতে যাত্রাবাড়ীতে একটি বাসে, রায়েরবাগে একটি বাসে এবং উত্তরা দিয়াবাড়িতে আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পৃথক তিনটি আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়েছে।
শাহাজান হোসেন আরও জানান, প্রথমে রায়েরবাগে রাত ১টার দিকে রাজধানী পরিবহণের বাসে আগুন দেওয়া হয়। রাত ২টার দিকে যাত্রাবাড়ীতে এবং সবশেষ ভোর ৪টায় দিয়াবাড়ির খালপাড় এলাকায় রাইদা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন : দিল্লিতে বিস্ফোরণে নিহত বেড়ে ১৩
এর আগে সোমবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিন ভোরে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কোনো অগ্নিকাণ্ডেই হতাহতের ঘটনা ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক