পাঠকদের উদ্দেশে যা জানাল ডেইলি স্টার
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের নিজস্ব কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর পাঠকদের উদ্দেশে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’। বিজ্ঞপ্তিতে পত্রিকাটির প্রকাশনা সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার কথা জানিয়ে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ডেইলি স্টারের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রাতে আমাদের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কারণে দ্য ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য পাঠকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে পত্রিকা কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তাদের অনলাইন সেবা এবং প্রকাশনা কার্যক্রম পুনরায় সচল করার জন্য কাজ চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই সংকটকালীন সময়ে পাঠকদের ধৈর্য ধারণের জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং নিচতলায় আগুন ধরিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় বেশ কয়েকজন সংবাদকর্মী ভবনের ছাদে আটকা পড়লেও পরবর্তীতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক