প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা
সংবাদমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার ও সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে ময়মনসিংহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ও প্রবীণ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই অভ্যুত্থানের অন্যতম কাণ্ডারি ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা শুরু করে। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের মতো প্রতিষ্ঠানে হামলা ও প্রবীণ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনাকে ‘ন্যাক্কারজনক ও অনভিপ্রেত’ বলে উল্লেখ করেছে সংগঠনটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। কোনো প্রতিষ্ঠানের আদর্শ বা চিন্তাধারা নিয়ে মতভেদ থাকতে পারে, তবে তা সহিংসতা নয়, বরং গণতান্ত্রিক উপায়ে প্রকাশ করা উচিত।
বিবৃতিতে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস নামের এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, ধর্ম অবমাননা অত্যন্ত গর্হিত কাজ হলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয়। অপরাধের বিচার হতে হবে রাষ্ট্রীয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।
শরীফ ওসমান হাদিকে ‘বাংলাদেশপন্থি সাংস্কৃতিক লড়াইয়ের প্রতীক’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উগ্র ও নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে। এই ঘটনাগুলোকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে সংগঠনটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে মিডিয়াসহ সব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে শহীদ ওসমান হাদির স্বপ্নের দেশ গড়তে ও দেশের সব সাংস্কৃতিক এবং সংবাদ প্রতিষ্ঠান রক্ষায় জুলাইয়ের সব ছাত্র-জনতাকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ষড়যন্ত্র যাতে জাতিকে বিভক্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক