অতিরিক্ত পুলিশ সুপার হলেন ২৮ কর্মকর্তা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/09/bd-police.jpg)
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—মো. আব্দুছ ছালাম সরকার, এস এম বজরুল রশিদ, মো. তফিকুল আলম, মনতোষ বিশ্বাস, জোনাঈদ আফ্রাদ, মো. সাইফুল ইসলাম, দেবাশীষ কর্মকার, মমিনুল হাসান, মো. মুন্না বিশ্বাস, সাগর দিপা বিশ্বাস, মোছা. মফেলা খাতুন মেমী, মো. কামরুজ্জামান, এস এম আশিকুর রহমান, মোহাম্মদ ফয়েজ উদ্দীন, উৎপল কুমার চৌধুরী, মো. হাফিজুর রহমান, ফৌজিয়া হাবিব খান, এ কে এম ওহিদুন্নবী, নাজিয়া ইসলাম, আকলিমা আক্তার, মো. আবদুল হালিম, সৈয়দ ফয়ছল ইসলাম, সাদিয়া সাবরিনা চৌধুরী, এ কে এম ফজলুল হক, শারমিন আক্তার আশা, স্বাগতা ভট্টাচার্য্য, আল আমিন হোসেন ও ধ্রুব জ্যোতির্ময় গোপ।