অনুমতি না পাওয়ায় নির্ধারিত স্থানে হয়নি ঝালকাঠি মহিলা দলের সম্মেলন
ঝালকাঠি জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনের অনুমতি দেয়নি প্রশাসন। তালাবদ্ধ করে দেওয়া হয়েছে সম্মেলনস্থল শহরের ব্র্যাকমোড়ের একটি কমিউনিটি সেন্টার। সেখানে পুলিশ মোতায়েন করায় সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
পথে বসেই এ খবর পেয়ে সম্মেলনস্থলে উপস্থিত হতে পারেনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ। জেলা মহিলা দলের নেতাকর্মীরা সম্মেলনস্থলে এসে গ্রেপ্তার আতঙ্কে ফিরে গেছেন।
ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর অভিযোগ করেন, ব্র্যাক মোড়ের একটি কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা মহিলা দলের সম্মেলন হওয়ার কথা ছিল। এতে কেন্দ্রীয় ও স্থানীয় মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত হওয়ার কথা শুনে পুলিশ সম্মেলনস্থলে অবস্থান নেয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের সেখানে এলে গ্রেপ্তারের ভয় দেখায়। ফলে সম্মেলন অনুষ্ঠিত হয়নি। পরে বরিশালের লঞ্চঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
এ ব্যাপারে ঝালকাঠি থানার পুলিশের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি।