অবৈধ ‘ডিটিএইচ’ বন্ধে ১ জানুয়ারি থেকে অভিযান
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রতিবছর অবৈধ ডিটিএইচ (ডিরেক্ট টু হোম)-এর মাধ্যমে বাংলাদেশ থেকে ৭০০ থেকে এক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। অবৈধ ডিটিএইচ বন্ধে আগামী ১ জানুয়ারি থেকে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে।’
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৬ দেশের ৩৬ জন সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এর আগে বৈঠক করে ১৫ ডিসেম্বররে মধ্যে বাংলাদেশে যেসব অবৈধ ডিটিএইচ আছে তা অপসারণের আহ্বান জানিয়েছিলাম। কিন্ত এখনো তা কেউ বন্ধ করেনি। অবৈধ ডিটিএইচগুলো কোনোভাবেই অনুমোদিত নয়। এজন্য এই অবৈধ ডিটিএইচের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর থেকে অভিযান শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। যেহেতু আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং আমাদের অন্যান্য কাজের সুবিধার্থে আমরা এটি ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করছি। আমরা আগামী ১ জানুয়ারি থেকে অভিযানে নামব। প্রথমত ডিটিএইচ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এবং একই সাথে ডিটিএইচ সংযোগ যারা লাগিয়েছে এবং যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক