অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
কিশোরগঞ্জে রাস্তার জায়গা অবৈধ দখলমুক্ত করে অবিলম্বে রাস্তা সংস্কার শুরু করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে সদর উপজেলার কলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, জেলা পরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মসজিদ কমিটির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রতন ও শিক্ষক হেলাল উদ্দিন।
বক্তারা বলেন, গত দুই বছর আগে কলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ এলাকায় ৪০ লাখ টাকা ব্যয়ে জাইকা প্রকল্পের আওতায় ৪০০ মিটার রাস্তা উন্নয়ন কাজ শুরু হয়। এসময় একটি প্রভাবশালী মহল জায়গা দখল করে উন্নয়ন কাজে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠান। এরপর থেকে রাস্তা উন্নয়ন না হওয়ায় সারা বছরই ওই এলাকায় বসবাসরত সাধারণ মানুষের পাশাপাশি দুর্ভোগে পরেন ওই রাস্তা দিয়ে চলাচলরত কয়েক লাখ মানুষ। তাই দ্রুত রাস্তা উন্নয়ন কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘবের আহ্বান জানান ভুক্তভোগীরা।
মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ সময় অনেকেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করেন আন্দোলনকারীরা।