অভিনেত্রী সারিকাকে মারধর, স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Looks like you've blocked notifications!
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

৫০ লাখ টাকা যৌতুক চেয়ে মারধরের ঘটনায় করা মামলায় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন স্বামী জিএস বদরুদ্দিন আহম্মেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এই আদেশ দেন।

আজ আদালতে মডেল সারিকা সাবরিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে জিএস বদরুদ্দিন আহম্মেদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন। বিচারক গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন ।

নথি থেকে জানা গেছে, ৫০ লাখ টাকা যৌতুক চেয়ে অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন নির্যাতন করেন তার স্বামী জিএস বদরুদ্দিন আহম্মেদ। এ ঘটনায় বাদী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন।